প্রিন্ট এর তারিখঃ Oct 22, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 12, 2025 ইং
শিক্ষকদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ঘটেছে। এসময় টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। এর আগে প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিল তারা। জাতীয়করণ প্রত্যাশী জোটের অন্তর্ভুক্ত সংগঠনগুলো ২০ শতাংশ বাড়ি ভাড়াসহ চারটি দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন।
রোববার (১২ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সারাদেশ থেকে শিক্ষকরা এই কর্মসূচিতে যোগ দেন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ৫০০ টাকা বাড়ি ভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপণকে প্রত্যাখ্যান করেছে এমপিওভুক্ত শিক্ষকদের জোট।
তাদের দাবি, বিবেচনায় নিয়ে এবার ২০ শতাংশ হারে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা বৃদ্ধি ও কর্মচারীদের ঈদের বোনাস ৭৫ শতাংশে উন্নীত করতে অর্থ মন্ত্রণালয়ে নতুন প্রস্তাব পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দেন শিক্ষকরা।
দাবি পূরণ না হলে, অবস্থান কর্মসূচির সাথে ক্নাস বর্জনের ঘোষণা দিয়েছেন তারা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক দুর্বার